Rural Care

Non-profit organization

আমরা গ্রামীণ ভারতের সঙ্গে দাঁড়িয়েছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন..

পথ চলা শুরু

আমাদের প্রথম প্রয়াস, পথ চলা শুরু। নতুন বছরে নতুন করে… আমাদের মূল প্রয়াস গ্রাম ও তৎসংলগ্ন অঞ্চলের মানুষদের জন্য, অর্থাৎ গ্রাম কেন্দ্রিক। আজকের এই প্রচেষ্টা অপরিকল্পিত হলেও আমরা সফল। ভবিষ্যতে অনেক দূর দূরান্তে, প্রত্যন্ত গ্রামাঞ্চলই হবে আমাদের লক্ষ্য।

রুরাল কেয়ার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো।

হাসি না হয় লেগেই থাকুক সবার মুখে, ক্ষতি কি?

জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে

আজ আমাদের কাছে এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আমাদের কার্যসূচির প্রথম ধাপ, অর্থাৎ আমাদের সেবামূলক কর্মের সূচনা হলো রানাঘাট পূর্ণনগর অন্তর্ভুক্ত জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে। আমাদের মূল উদ্দেশ্য ছিল, বার্ধক্যজনিত সমস্যাপীড়িতদের কাছে পৌঁছে তাদের যথাসাধ্য সেবা প্রদান। আজ স্বাস্থ্য শিবিরের আয়োজনের মাধ্যমে তাদের পৌঁছে দেওয়া হলো ঔষধ সামগ্রী এবং তৎসহ স্বাস্থ্য চিকিৎসা।

রুরাল কেয়ার উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বৃক্ষরোপণ অনুষ্ঠান

আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাণাঘাট মহকুমা হাসপাতালের মাননীয় সুপার মহাশয় ও একনিষ্ঠ কর্মীবৃন্দের সহযোগিতায় আয়োজিত হয় এক বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই কর্মসূচি গ্রহণের একমাত্র উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পরিবেশে অক্সিজেনের চাহিদা পূরণের মাধ্যমে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে অন্যদের উদ্বুদ্ধ করা এবং এই বিষয়ে তাদেরকে আগ্রহী করে তোলা ও অংশগ্রহণে উৎসাহিত করা।

আমাদের সদস্যরা


Our Videos


Free Shipping

Justo vestibulum risus impe rdietsconse sectetur.​

30 Days Return

Justo vestibulum risus impe rdietsconse sectetur.​

Best Offers

Justo vestibulum risus impe rdietsconse sectetur.​

Secure Payment

Justo vestibulum risus impe rdietsconse sectetur.​