ইনোভেশন ডে-১৬ই ফেব্রুয়ারি
আজ ১৬ই ফেব্রুয়ারি। মূলতঃ এই দিনটিকেই আমাদের কর্মসূচি রূপায়ণের দিনক্ষণ হিসেবে বেছে নেওয়ার পিছনে একটি মুখ্য ও সুবিশেষ কারণ রয়েছে। আজকের এই দিনটি “ইনোভেশন ডে” বা “উদ্ভাবনী দিবস” হিসেবে পালিত হয়। অনেকের মনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে ২১শে এপ্রিল, এই তারিখটিকে নিয়ে, কিন্তু এই দিনটি আসলে “বিশ্ব সৃজনশীল ও উদ্ভাবনী দিবস” বা “ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে”।
যেহেতু আজ “ইনোভেশন ডে”, তাই আমাদের প্রয়াস, আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল উদ্ভাবনীমূলক কিছু করার।